মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান এর বড় ভাই সাবেক উপসচিব আলহাজ্ব এ কে এম রেজাউর রহমান খান (৮৫) ৮ মার্চ ২০২৪ইং শুক্রবার রাত ১০টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন। তিনি মৃত্যুকালে ১ পুত্র, ৩ কন্যা ও আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর স্থানীয় সোম টিওরী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ্ব এ কে এম রেজাউর রহমান খান এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের বাববার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনীতিবীদ সাবেক ডাকসুর ভিপি ও জিএস গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজজামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজ মোড়ল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আফসার হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন (পনির), কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মো. আশরাফুল হক (শিশির)সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ গভীর প্রকাশ করে মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সাবেক উপসচিব আলহাজ্ব এ কে এম রেজাউর রহমান খান গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন শেষে ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে অবসর গ্রহণ করেন।