রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এরপর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। জেলা প্রশাসকের আয়োজনে অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। এছাড়া পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন। বেলা সাড়ে ১০ টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান। পরে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।  জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের  সভাপতি ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ফকরুজ্জামান মুকুট, হেদায়েত হোসেন সোহরাব, মোহাম্মদ আলী চৌধুরী সহ আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।