রাজবাড়ী প্রতিনিধিঃ
রেলের কোন ভাড়া বাড়ছে না, ভাড়ার ভূর্তকি বন্ধ করা হচ্ছ। ১০০ কিলোমিটারের মধ্যে কাউকে কোন বাড়তি ভাড়া প্রদান করতে হবে না। রাজবাড়ীতে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম আরও বলেন, বিএনপির আমলে রেলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন কেউ ট্রেনে উঠত না। সে সময় মানুষ যাতে ট্রেনে যাতায়াত বারায় সে জন্য ভূর্তকি দেয়। এখন সব জিনিসের দাম বেড়েছে। বাসের ভাড়া বেড়েছে। শুধু ট্রনের ভাড়া বাড়ে নি।ট্রেনের ভূর্তিকি বন্ধ করলে তাতে খুব একটা সমস্যা হবে না। জনগনকে এটা মেনে নিতে হবে। রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় রেলের ওয়ার্কসপ হচ্ছে। এখানে প্রায় পাচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। রাজবাড়ীতে রেলের একটা ডিভিশন হবে। ফরিদপুরের ভাঙ্গা হতে নতুন রেললাইন স্থাপন করা হবে। এতে প্রায় আটটি জেলা রেলের আওতায় আসবে।
তিনি আরও বলেন, রাজবাড়ীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শরু হচ্ছে। এই মেলার প্রধান উদ্দেশ্য জেলার উৎপাদিত পণ্য মানুষের মাঝে তুলে ধরা। কেউ কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রাশাসন তা কঠোর ভাবে প্রতিরোধ করবে।
রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করেছে জেলা চেম্বার্স অব কমার্স। মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন হিসেবে রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলমগীর শেখ তিতু।সভাপতিত্ব করেন জেলা চেম্বার্স অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।