রাজবাড়ীতে ফেসবুকে সুইসাইড নোট লিখে কিশোরীর পদ্মানদীতে ঝাঁপ।
‘আমার মৃত্যুর জন্য আমার এই বড় বড় স্বপ্ন গুলোই দায়ি’। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেল করে সুইসাইড নোট লিখে পদ্মা নদীতে ঝাঁপ দেয় কিশোরী। রাত সোয়া ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম পিউ কর্মকার (১৮)। তার বাবার নাম কৃষ্ণপদ কর্মকার। সে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত হয়ে রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উর্তীর্ণ হয়। এবং এইচএসসিতে ৩.৭৮ পেয়ে রাজবাড়ী সরকারি কলেজ থেকে উর্তীর্ণ হয়।
পিউয়ের চাচী জানায়, পিউ বুধবার বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরেও বাড়িতে ফিরে আসেনি। এরপর ফেসবুকে পিউয়ের আইডিতে সুইসাইড নোট দেখতে পাওয়া যায়। রাত সোয়া ৮টার দিকে সোনাকান্দর ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছি। মেয়েটি মানসিক ভাবে ভেঙে পড়ার কারণে নদী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।