মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের সন্নিকটে পার্বতীপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কে এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় গাড়ির ড্রাইভার রায়হান (২৩) ও মালিক ইসমাইল (৪৫) গুরুতর আহত হয়েছে। খুঁটি বিকল হওয়ায় প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর সচল হয় নেসকোর বিদ্যুৎ সরবরাহ। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত ভোররাতে।
জানা গেছে, মাছের পোনাবাহী একটি পিকআপ ভ্যানগাড়ি কুড়িগ্রাম থেকে পোনা মাছ নিয়ে দিনাজপুরের বিরলে যাওয়ার পথে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে আঁচড়ে পড়ে। এসময় চালক রায়হান ও গাড়ির মালিক ইসমাইল দু’জনেরই দু’পা ভেঙ্গে গুরুতর আহত হয়। দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি ও ভেঙ্গে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। পরে পথচারী লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে পুলিশের এসআই মাসুদ জানান, পুলিশ পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে। পার্বতীপুর নেসকোর আবাসিক প্রকৌশলী কাওছার আহমেদের সাথে কথা হলে তিনি জানান, নতুন খুঁটি স্থাপনে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ায় প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি এবং তাদের সাথে আমাদের ক্ষতিপূরণ নিয়ে কথা চলছে।