মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়ায় একটি প্রাইভেটকার ধাওয়া করে ৮৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের বাবুল হোসেন (৪১) ও একই উপজেলার অনন্তপুর গ্রামের নজরুল ইসলাম (৪৯)।

২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরাফত ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে সংবাদ পাওয়া যায়, কুড়িগ্রাম থেকে প্রাইভেটকারে গাঁজার একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে ডিবি পুলিশের একটি দল বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে অবস্থান নেয়। দুপুর আড়াইটার দিকে প্রাইভেটকারটি পৌঁছলে ডিবি পুলিশ থামানোর সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্বিতীয় বাইপাস মহাসড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ডিবি পুলিশের দল মাইক্রোবাসযোগে প্রাইভেট কারের পিছু ধাওয়া করে। প্রাইভেটকারটি ঢাকার দিকে না গিয়ে সাবগ্রাম এলাকা থেকে গাবতলীর দিকে যেতে থাকে। পরে বেলা ৩টার দিকে ডিবি পুলিশ ধাওয়া করে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকায় প্রাইভেটকারটি আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ২০টি প্যাকেটে ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বুধবার রাতে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।