মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়নের বাঘুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালীগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।

জাতীর পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর নেতৃত্বে প্রায় পাঁচ শত মোটরসাইকেল ও শতাধিক গাড়ীর বর্নাঢ্য আনন্দ র‌্যালী উপজেলার প্রধান প্রধান স্থান ও সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার (তোরণ) এর সভাপতিত্বে
মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, বাহাদুরশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন, সাবেক কালীগঞ্জ সদর ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌর ছাত্র লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাইকুল ইসলাম (মাসুদ), যুব নেতা এস এম ইকবাল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এর নেত্বীবৃন্দ ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।