রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ডা. আবুল হোসেন কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শামসুল হক। রবিবার (১৮ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে কলেজের অধ্যক্ষের কাছে তিনি পদত্যাগ পত্রটি জমা দেন।
কলেজ সূত্রে জানা যায়, মো. শামসুল হক গত মাসের ২৫ তারিখে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব নেওয়ার ২৪ দিনের মধ্যে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগ পত্রে মো. শামসুল হক উল্লেখ করেন গত মাসের ২৫ তারিখে তিনি কলেজের গভর্নিং বাডির সভাপতি হিসেবে মনোনয়ন পান। এখন  তিনি আর এই পদে থাকতে আগ্রহী নন। তাই তিনি এই পদ থেকে পদত্যাগ করলেন।
সকালে ডা. আবুল হোসেন কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কলেজের গভর্নিং বডির সভাপতির পদত্যাগ, কলেজ ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ এবং কলেজে নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অনুশীলন জোরদার করার দাবিতে অধ্যক্ষের কাছে যান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী এহসানুল করিম জানান, দুপুর পৌনে দুইটার দিকে মো. শামসুল হক তার সভাপতির পদ থেকে পদত্যাগ করে পত্রটি আমার কাছে প্রদান করেছেন। তার পদত্যাগ পত্রটি গহন করা হয়েছে।