মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে পৌর বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আইনজীবী মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল।

এসময় বক্তারা বলেন, আপনারা বিএনপিকে একটা সুযোগ দেন, বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেখিয়ে দিতে চাই, বিএনপি মানে হিন্দু সম্প্রদায়ের সম্পদ কেড়ে নেওয়া নয়। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারেবে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন দূর্গোৎসবে রাজবাড়ীতে কেউ যেনো কোনো ভাবেই কোনো রকম হামলা বা অপকর্মের সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সকল পূজার মন্ডব তদারকি করে পূজার সকল কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করবো।

আলোচনা শেষে পৌর এলাকায় অনুষ্ঠিতব্য ২৬ টি পূজা মন্ডবগুলোকে মোট ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।