রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সংখ্যালঘুদের আট দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্তসহ সকল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক শ্রী নির্মল কুমার চক্রবর্তী। এতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. সমীর কুমার দাস, বালিয়াবান্দি পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতিশ মন্ডল, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুশীল কুমার রায়, রাজবাড়ী হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস প্রমুখ। সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
সমাবেশে বক্তারা বলেন, যখনই দেশে কোন পট পরিবর্তন হয় তখনই হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়। বিগত সে সরকার ছিল তাদের আমলেও একই ভাবে নির্যাতন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সম্পদ লুট করা হচ্ছে। আমরা নিয়মিত আতঙ্কের মধ্যে দিন পার করছি। আমরা এই ভুখন্ডেরই মানুষ। অথচ সব সময় আমাদের উপর নির্যাতন করা হয়। তাই আমরা মাঠে নেমেছি। আট দফা বাস্তবায়নে চলমান আন্দোলনে রানা দাশসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ১নং রেলগেইট ঘুরে আবার একই স্থানে শেষ হয়।