রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে লেবু বাগান থেকে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুর গ্রামের একটি লেবু বাগান হতে বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সালমা আক্তার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৮ বছর আগে একই ইউনিয়নের মো. ইসলাম সরদারের ছেলে আকামুদ্দির সঙ্গে নিহত সালমা পারিবারিক ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। গত ৫/৬ মাস তাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এর পর সালমা দুই সন্তান নিয়ে বাবার দেওয়া জমিতে বাড়ি করে বসবাস করছিলেন। বাবার বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রতিনিয়ত বাবার বাড়ি আসতেন। গতকাল শুক্রবার দিনের বেলা বাবার বাড়ি আসেন। রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে অনেক রাত অব্দি না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে। সেখানে না পেয়ে আবার বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশেশ হলুদ গাছ ভাঙা দেখতে পায়। সেখানে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভেতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গত রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মররেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।