মোঃ আহসান হাবীব নাহিদ:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার সাধারণ জনগণ।

ভোটের দাবীতে উত্তাল এই তিনটি ইউনিয়নের এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে সাদুল্লাপুর শহরের প্রাণ কেন্দ্র চৌমাথা হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা চত্বর রাস্তায় অবস্থান নিলে খবর পেয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান উপস্থিত হয়ে নির্বাচন হবে এমন আশ্বাস্থ প্রদান করেন। জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে উত্তাল জনগণ শান্ত হয়ে অবস্থান ধর্মঘট সমাপ্ত করেন। এসময় বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, জাতীয় শ্রমিকলীগ জামালপুর ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান মন্ডল শুভ, মোঃ তাজুল ইসলাম, মাহফুজার রহমান রাশেদ, শাহজাহান সরকার প্রমুখ।

বক্তারা বলেন- জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ১৫ জুন ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেন। কিন্তু কিছু স্বার্থনেশী কুচক্রী মহল নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৌরসভা গঠনের নামে তালবাহানা করে জনগণের ভোটাধিকারসহ এলাকার উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলছ। তাই সঠিক সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই বিক্ষোভ কর্মসূচির মধ্যদিয়ে আহবান করেন। নতুবা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ঐ কুচক্রী মহলকে প্রতিহত করে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন। উল্লেখ্য আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের জন্য গত ২৫ এপ্রিল সারাদেশে ১৩৫ টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়নের নাম ঘোষণা হয়। ভোট প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেন। অনেকে জমা দিয়েছে। অপরদিকে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।