ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনকে হাতুরী দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠেছে জামাত শিবির কর্মী দ্বারা।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২ টায় উল্লাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থানা গেট সংলগ্ন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন মসজিদে জুম্মার নামাজ আদায় করে হাটতে হাটতে থানার গেটের সামনে আসলে আজ সকাল ১০টার সময় পুরাতন সিএনজি স্ট্যান্ডে পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আজাদ গ্রুপের লোকজনের সাথে শিবির কর্মীদের কথা কাটাকাটি হলে এই ঘটনার জের ধরে শিবির কর্মী রামকান্তপুর গ্রামের মোঃ হাফিজ, মোঃ মমিনসহ অজ্ঞাত নামা আরো ৩ (তিন) জন মোট পাঁচ জন মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও হাতুরী দিয়ে মাথায় আঘাত করিলে মাথা ফেটে রক্তাক্ত করে। পরে দলীয় নেতাকর্মী আজাদ হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়া কাওয়াক স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেফার্ড করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রাকিবুল হাসান বলেন, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে আমরা আসামির ধরার প্রক্রিয়া চলমান আছে।