কালুখালীতে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জন ও ইজিবাইক চালক সহ নিহত ৬

রাজবাড়ি-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেইট ফায়ার সার্ভিসের সামনে   ট্রাক নং ঢাকা মেট্রো ট ১৫-১৭৭৬-প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ ২৯৮১৩৯ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫জন সহ ৬ জন নিহত হয়েছেন।

বুধবার (৩০ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে তিনজন মহিলা, দু’জন শিশু ও একজন পুরুষ।

নিহতরা হলেন মসিরন (৬৫) স্বামী মোতালেব হোসেন, সাং পুইজোর,পাট্রা,পাংশা।নয়ন ইসাক(৯) ইউসুব (৬) পিতা মুকুল হোসেন, সাং উত্তর বাতান,কালুখালি। মরিয়ম (৪০) স্বামী হেলাল উদ্দিন, শিলা খাতুন (২০) পিতা হেলাল উদ্দিন, সাং বাস্তুখোলা,রাজবাড়ী সদর।ইজিবাইক চালক নাসির মিয়া (৩৫) পিতা বশির মিয়া সাং পুইজোর,পাট্রা,পাংশা।

আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে গুরুতর সমস্যা হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পত্যক্ষ দর্শিরা শেলি বেগম ও রাকিব হোসেন  জানান, ট্রাকটি ঢাকা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় এসে রাজবাড়ী গামী ইজিবাইকের ধাক্কা দিলে বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কার আসে। ইজিবাইক ট্রাক দিকে সাইড দেয়। কিন্তু ট্রাকটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক একদম ভেঙে যায়। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর পথে আরও তিনজন মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।