এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
হারারে স্পোর্টস গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথম সফর টাইগারদের। বিশ্রামে রাখায় দলে নেই রিয়াদ, মুশফিক। ছুটিতে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় নেই তামিম ইকবালও।চার সিনিয়র ক্রিকেটারদের ছাড়া তরুণদের নিয়ে গড়া দল নিয়ে শর্টার ফরম্যাটে নিজেদের প্রমাণের সুযোগ রয়েছে সোহান বাহিনীর।আর স্বাগতিক দলে নেই পেসার মুজারাবানি ও চাতারা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের পরিসংখ্যান এগিয়ে, এবারো সিরিজ জয়ের নজর টাইগারদের।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম এই টি-টোয়েন্টিতে ব্যাটারদের ভয়ডরহীন দেখতে চায় বোর্ড। বোলিং ফিল্ডিং ব্যাটিং তিন ফরমেটে ভালো করতে হবে। যেকোনো দলের সাথে টি-টোয়েন্টিতে ২০০-রান এর স্কয়ার করার অভ্যাস করতে হবে।
তাহলে টি-টোয়েন্টিতে ফল আসতে শুরু করবে বলে বিশ্বাস সাবেক ব্যাটার নাদিফ চৌধুরী। লিটন, মুস্তাফিজ, সোহানরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে, জয় আসবে বলে বিশ্বাস তার।
বোর্ডের লক্ষ্য স্পষ্ট, ফলাফল নিয়ে না ভেবে টি-টোয়েন্টি সংস্কৃতি তৈরির সাথে, ভয়ডরহীন খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে যার যাত্রা শুরু হচ্ছে। প্রথম ম্যাচে তাইতো কর্তা, সমর্থকের সাথে সাবেকদের নজর থাকবে হারারেতে।মাশরাফী, তামিম অবসরে। মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক ছাড়াই টিম বাংলাদেশ, তারপরেও অভিজ্ঞতা শূন্য বলতে নারাজ নাদিফ। সোহান, লিটন, মুস্তাফিজ, মিরাজ, শান্ত, তাসকিনদেরও তো আন্তর্জাতিক অঙ্গনে অর্ধযুগের অভিজ্ঞতা। সাবেক এই ব্যাটার, টপঅর্ডারকে দেখতে চান আগ্রাসী।পরীক্ষা নিরীক্ষাকে সমর্থন করেছেন সাবেকরা। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞতাকে বিবেচনায় রাখতে বলছেন নাদিফ চৌধুরী।
তাছাড় ও টিমকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ভক্তরা।