এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনটি একটি কালো আইন।এই আইন বাতিল না হওয়া পযর্ন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন পিসিএনপির নেতা কর্মীরা।

বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভুমি আইনের মাধ্যমে পার্বত্য এলাকা হতে বাঙ্গালীদের উচ্ছেদের নীলনকশা হিসাবে ০৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশনের বৈঠক” কে প্রতিহত করার লক্ষে,আগামীকাল ০৬ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা ও ০৭ সেপ্টেম্বর দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত রাঙ্গামাটি জেলায় হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি।
বতর্মানে এ কর্মসূচি কে সফল করার জন্য পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান: কাজী মজিবুর রহমান। মহাসচিব: আলমগীর কবির!যুগ্ম মহাসচিব এম রুহুল আমিন সহ কেন্দ্রীয় নেতারা রাঙ্গামাটি অবস্থান করছে।