আহসান হাবীব (নাহিদ)গাইবান্ধা জেলা প্রতিনিধি :

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী ওপর দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস। এই বাসটি থামিয়ে তল্লাসি করে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। এ সময় কুমড়োর ভেতরে থাকা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করাসহ দুই নারী মাদক কারাবিরকে আটক করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার মোস্তাকিম মিয়া।

আটককৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসদেবপুর (মহিলা কলেজ) গ্রামের ওয়াজ আলীর স্ত্রী হামিদা বেগম (৬৪) ও রাগজান নদী গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী নুরছাফা বেগম (৫২)।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে থানার ডিউটি অফিসার মোস্তাকিম মিয়া আরও জানান, শনিবার সকালের দিকে ঢাকাগামী এসআর ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসটি পলাশবাড়ীর ফিলিনং স্টেশন নামকস্থানে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানিক দলটি অভিযান পরিচালনা করে।

এসময় অভিনব কায়দায় বাসে থাকা বাসে থাকা দুইটি কুমড়োর ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে এবং এই মাদক কারবারি হামিদা ও নুরছাফাকে আটক করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করেছে।