মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট) প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ ও মন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পরিচালনা ও নিরাপদ করার লক্ষ্য বিভিন্ন নেতৃবৃন্দদের মতামত নেওয়া হয়।

সার্বজনীন পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ডবের সাময়িক সমস্যা সমাধান সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে।যথা সময়ে সকল কার্যক্রম শেষ করার আহবান করা হয়।ফেইসবুকে কোন প্রকার গুজব থেকে সাবধান থেকে যথাযথ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করার নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী সামিম আহমেদ সামিম।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী,কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার ফয়জুর রহমান,পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম,কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র বিশ্বাস,এছাড়াও উপস্থিত ছিলেন ছনবাড়ী সর্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি সুজিত দাস।

জীবনপুর শিববাড়ী সর্বজনীন মন্দির কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ,সাতাহাল সর্বজনীন মন্দির কমিটির সভাপতি ভিসু চন্দ্র শিল,বালুচর সর্বজনীন মন্দির কমিটির সভাপতি শুধাংসু রায়,জীবনপুর গোপিমোহন মন্দির কমিটির সভাপতি বিপুলা মোহন্ত।

শিমুলতলা নোঁয়াগাও সর্বজনীন মন্দির কমিটির সভাপতি আরাধন সরকার,বিলাজুর সর্বজনীন মন্দির কমিটির সভাপতি শশধর বিশ্বাস,শিবপুর দক্ষিণ পাড়া মন্দির কমিটির সভাপতি প্রভাত বিশ্বাস।

শিবপুর মাঝপাড়া মন্দির কমিটির সভাপতি ব্রজেন্দ্র বিশ্বাস,কালাইরাগ পশ্চিম পাড়া সর্বজনীন মন্দির কমিটির সভাপতি শংকর মন্ডল,বিজয় পাড়ুয়া সর্বজনীন মন্দির কমিটির সভাপতি করোনা মোহন দে সহ অন্যান্য মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।