নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-

নন্দীগ্রামে ৪০ বস্তা সরকারী চাল পাচারকালে জনতার হাতে আটক হয়েছে দুই কালোবাজারী। জানা গেছে,বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ১৫ টাকা কেজির ৪০ বস্তা (২ হাজার কেজি) সরকারী চাল সহ ২জন কালোবাজারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বু্ড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে। আটককৃতরা হলেন, ধুন্দার দারোগাপাড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আলামিন হোসেন (৩২) এবং নন্দীগ্রাম পশ্চিম পাড়ার ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)। খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ১৫ টাকা কেজির ২ হাজার কেজি চাল ক্রেতাদের কাছ থেকে কালোবাজারে কিনে নিয়ে বুধবার (১৯ই অক্টোবর) সকাল ৭:৩০ মিনিট সময়ে ধুন্দার বাজার থেকে ভুটভুটি যোগে পাচার করছিল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম টেরপেয়ে জনতাকে সাথে নিয়ে চাল বোঝায় ভুটভুটি আটক করে। এসময় চাল ব্যবসায়ী আলামিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউপি সদস্য আমিনুল সহ স্থানীয়রা ধাওয়া করে ধরে এনে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ এসে চাল জব্দ সহ ২ জনকে গ্রেফতার করে । উক্ত বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ১৫ টাকা কেজির চাল কালোবাজারে কিনে পাচার করছে এমন তথ্য পেয়ে স্থানীয় জনতাকে সাথে নিয়ে চাল সহ ব্যবসায়ীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন জানান, নন্দীগ্রাম থানায় একটি বিশেষ ক্ষমতাইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।