বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেধা যাচাইয়ের লক্ষ্যে কেজি স্কুলের শিশু শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশন’ নামে একটি সংগঠন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। এতে উপজেলার ১২টি কেজি স্কুলের ৬৬৫ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ১৪১জন, দ্বিতীয় শ্রেণীর ১৪৮জন, তৃতীয় শ্রেণীর ১০৫ জন, চতুর্থ শ্রেণীর ১৩০জন ও ৫ম শ্রেণীর ১৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন উদয়ন প্রি-পারেটরী স্কুলের অধ্যক্ষ মো. মকবুল হোসেন। তার সাথে সহযোগিতা করেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশনের সভাপতি, সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরগঞ্জ উপজেলার কেজি স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।’
তিনি আরও বলেন, ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, শিক্ষা উপকরণ ও এককালীন অর্থ প্রদান করা হবে।’