সুজন মিয়া, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাহজানপুরে অটোরিকশা চালক রাজুকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের দূত গ্রেফতারের করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে!

শনিবার সকালে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন এলাকায় ছিনতাই, চুরির ঘটনা থেকে প্রতিকার এবং রাজুর হত্যাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন নিহত আটোচালক রাজুর মা আলেয়া বেওয়া,নিহত রাজুর স্ত্রী মোছা:তারা বেগম, নিহত রাজুর ১৩ বছর বয়সী মেয়ে আরজুমা, ৫ বছর বয়সী ছেলে তানজিদ হাসান, নিচিন্তপুর দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মুন্নু, এ্যাড. আব্দুল গফুর, সমাজসেবক আব্দুস সালাম, রেজাউল করিম, বাদশা মন্ডল, জামাল ফকির, উজ্জল সহ নিহত রাজুর পরিবারের সদস্য ও এলাকার শত শত নারী পুরুষেরা।

এর আগে গেলো ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে অটোরিকশা চালক রাজুর মরদেহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। সেসময় তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া যায়।

প্রাথমিক ভাবে ধারণা হয় অটোরিকশা ছিনতাইয়ের কারনেই রাজুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।