আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নিজ ইউনিয়ন লাউরফতেহপুরে এলজিডির এর আওতাধীন এল সি এস প্রকল্প কর্মরত হতদরিদ্র মহিলাদের সঞ্চয়ের টাকা,ঈদ উপহার ও লাউরফতেহপুর গ্রামের ঈদগাহের উন্নয়নের কাজের জন্য নগদ অর্থ নিজে উপস্থিত থেকে বিতরণ করে এলজিইডির সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক ।

৭ এপ্রিল শুক্রবার সকালে তিনি তার নিজ বাড়ি প্যারাডাইসে মায়ের সামনে গত ৩ বছর ধরে চলমান এই প্রকল্পে কর্মরত তিনজন হতদরিদ্র মহিলার সঞ্চয়কৃত প্রায় তিন লক্ষ্য টাকা চেকের মাধ্যমে হস্তান্তর করেন এবং ঐ প্রকল্পে কাজ করা সুপারভাইজার মিজানের অর্থায়নে মুসলমান ১৩ জন মহিলাদের ঈদের শাড়ী ও গত পূজায় না পাওয়া ২ জন হিন্দু মহিলা মাঝে পূজার শাড়ী বিতরণ করে।পরে লাউরফতেহপুর ঈদগাহের উন্নয়নের কাজের জন্য জেলা পরিষদের নিকট থেকে সুপারিশ করে পাওয়া ১ লক্ষ ২০ হাজার টাকা ঈদগাহ কমিটির নিকট হস্তান্তর করে। এসময় এতে উপস্থিত ছিলেন নারী উদ্দোক্তা সাবিনা ইয়াছমিন পুতুল ও তার স্বামী সৌদি আরব প্রবাসী আক্তার হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।