মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা থেকে একটি সংকটাপন্ন হগ বেজার বা গোরখোদক প্রাণী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ মে) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাচারিপাড়া গ্রামের গাজিউর রহমানের বাড়িতে প্রাণীটি পাওয়া যায়। প্রাণীটিকে দেখতে সকাল থেকেই গাজিউর রহমানের বাড়িতে ভিড় করে স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা।
বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলার কাছে প্রাণীটির ছবি পাঠিয়ে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি হগ বেজার বা গোরখোদক। অনেকে এটিকে ঘরখুদিনি বা ঘরখোন্দকও বলে থাকেন। এটি স্তন্যপায়ী প্রাণি।
হগ বেজার পাওয়ার খবরে কুড়িগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, এটি ভারত থেকে এসে থাকতে পারে। প্রাণীটিকে উদ্ধারের পর বন্যপ্রাণী বিভাগের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।