এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে আইসিসি ওডিআই সুপার লিগে পূর্ণ ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।এর সুবাদে ওয়ানডে সুপার লীগ পয়েন্ট টেবিলে ভারতকে পিছনে ফেললো বাংলাদেশ।

ম্যাচে আইরিশদের দেওয়া ৩২০ রানের টার্গেটে দারুণভাবে জবাব দিয়েছেন বাংলাদেশ।নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ার সেরা ইনিংস, ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে প্রথম বারের মত সেঞ্চুরির দেখা পেয়েছেন।

এ সময় তিনি দুর্দান্ত জুটি গরেছেন তৌহিদ হৃদয়ের সঙ্গে।দুজন মিলে ১৩১ রানের জুটিতে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন।পরে বাকি কাজটা ফ্রি হিটের মার মেরে সেরে ফেলেছেন মুশফিকুর রহিম।এদিকে প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ায় পাঁচ পয়েন্ট পাইনি বাংলাদেশ।বাংলাদেশ আয়ারল্যান্ডের সেই ম্যাচটি ড্র ঘোষণা করে আইসিসি, দুই দল কে ৫ পয়েন্ট করে ভাগাভাগি করে দেন।

যার ফলে ওডিআয় সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৩৫ এ।

তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জেতায় বাংলাদেশের রেটিং পয়েন্টে যুক্ত হয়েছে আরো ১০ পয়েন্ট। যার ফলে ওডিআই সুপার লিগের টাইগারদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৫। বর্তমানে ১৪৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে।

আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল এর তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ভারতকে পিছনে ফেলে বিশ্বকাপ সুপার লীগের ৩য় দল হলো বাংলাদেশ।