রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদক সেবন করায় এক ব্যক্তিকে ছয়মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে তাকে কারাদন্ড দেওয়া হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীব।
এসময় কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুজিত সরকার (৪৫)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের বাসিন্দা। সুজিতের বাবার নাম সম্ভুনাথ সরকার। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে
আইনে পাঁচটি মামলা আদালতে চলমান আছে।
থানা সূত্রে জানা যায়, সুজিত দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বাড়ি কালুখালী উপজেলা পরিষদ এলাকায়।
বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বাড়ির পাশে মাদক সেবন করছিলেন।
এসময় অভিযান চালিয়ে তাকে ছয়মাসের কারাদন্ড দেওয়া হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, সুজিত এলাকায় গাঁজা সম্রাট হিসেবে পরিচিতি।
উপজেলা পরিষদ এলাকায় তাঁর (সুজিতের) বাড়ির পাশে মাদক সেবন করছিলো। এসময় অভিযান চালিয়ে তাকে ছয়মাসের কারাদন্ড দেওয়া হয়।পরে পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।