ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য নোয়াখালী সদর উপজেলার ৪ নং কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের ইয়াসিন মৌলভী বাড়ির মৃত আবুল কাশেমের একমাত্র কৃতি সন্তান বান্দরবনে সেনাবাহিনী ও কুকিচীন বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে প্রতিপক্ষের গোলা-গুলিতে নিহত হয়,মোঃমাসুম আলতাফ।পিতার মৃত্যুর পর থেকে পরিবারের মা-বোনের একমাত্র উপার্জন কারী ছিলেন এই সেনা সদস্য মাসুম আলতাফ। মা হারালো ছেলে, বোন হারালো আদরের ভাইকে।
এ নিয়ে শোকের মাতম চলছে মাসুমের বাড়িতে, শোকাহত তার প্রতিবেশী ও এলাকাবাসী।
অভিভাবক হারা সংসারের হাল ধরা মাসুম ছিল এলাকাবাসীর সু-দৃষ্টির পাত্র। সে ছিল সদা বিনয়ী নম্র ভদ্র হাস্যজ্জল।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুদ্ধ ক্ষেত্রে নিষিদ্ধ কুকিচীন বাহিনীর সাথে সরাসরি গোলা-গুলিতে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য মাসুম আলতাফ গতকাল ১৭ ই মে বুধবার দুপুর আনুমানিক ২ টার দিকে বান্দরবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেনা সদস্য শহীদ মাসুম আলতাপের মরদেহ তার গ্রামের বাড়িতে আজ বৃহস্পতিবার ১৮ ই মে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে চীর শাহিত করা হয়েছে বলে জানা গেছে।