রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসবিফ্রিংয়ের মাধ্যমে এসব মুঠোফোন ফিরিয়ে
দেওয়া হয়।
মুঠোফোন ফিরিয়ে দেওয়া উপলক্ষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেসবিফ্রিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর
সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ীসহ জেলার বিভিন্ন স্থান থেকে এসব মুঠোফোন খোঁয়া যায়। মোবাইল ফোন খোঁয়া যাওয়ার পর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। এরপর মোবাইল ফোন উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়। এসব মোবাইল ফোন ইতিমধ্যে কয়েক হাত বদল হয়ে যায় কোনো কোনো মোবাইল ফোন। এসব ফোনের মধ্যে একটি ফোন নিয়ে এক ব্যক্তি কুয়েত চলে যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা
হয়। বিস্তারিত বলার পর তিনি ফোনটি ফিরিয়ে দিতে সম্মত হন।
আমরা সাধারণ মানুষের আন্তরিক ভাবে সেবা দেওয়া চেষ্টা করি।
জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নাজির গোলাম
পাঞ্জাতন বলেন, কুয়াকাটা থেকে থেকে আমার ফোনটি হারিয়ে গিয়ে ছিল। ফোন হারিয়ে যাওয়ার পর আমি অনেক কষ্ট পেয়ে ছিলাম। এতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নম্বর ছিল।
সবমিলিয়ে মন খারাপ হয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুঁজি করি। কিন্তু কোথায়ও ফোন পাইনি। আমার ছেলে অনলাইনে  থানায় সাধারণ ডায়েরী করে। আজ আমার ফোন ফিরে পেলাম। আমার খুব ভালো লাগছে। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।