মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি “শান্তি পদক” প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের শব্দলদিঘী কমিউনিটি ক্লিনিকে রোববার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ড, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আরজুমান্দ।সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত অত্র কমিউনিটি ক্লিনিক ২২০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। হৃদরোগ চিকিৎসায় রোগী দেখেছেন কনসালটেন্ট ডা:মোঃ ফয়সাল ফারুক (কার্ডিওলজি), এছাড়াও উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বের সাথে রোগী দেখেছেন ডা:এইচএম ইমরান, ডা: ইতি রানী সাহা প্রমুখ।একাজে সহায়তা করেছেন স্বাস্থ্য সহকারী আতোয়ার রহমান, শামীম, সিএইচসিপি সাখাওয়াত হোসেন ও আব্দুল কাদের ও শব্দলদিঘী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ ওমর ফারুক। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেছেন অত্র কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন সরকার।আগত রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বিশেষ ক্যাম্পে তাঁরা অত্যন্ত খুশি হয়েছেন।কারণ গ্রামীণ দূরগোরায় বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ব্যবস্থাপত্র গ্রহণ সত্যই সৌভাগ্যের বিষয়। তারা আরো বলেন মাঝে মাঝে এরকম বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলে আমারা আরো আনন্দিত হবো।