মোঃ সাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে সাংস্কৃতিক খাতে এবারের ২০২৩- ২৪ অর্থ বছরের বাজেট বৃদ্ধির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন শুক্রবার বিকাল পাঁচটায় রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্বরে উক্ত সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল এর সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন সম্প্রীতি সাংস্কৃতিক সংস্থা রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলী রেজা, রাজবাড়ী জেলা মৈত্রী থিয়েটারের সভাপতি অহিদ মন্ডল, আওয়ামী সাংস্কৃতিক লীগ রাজবাড়ী জেলার সভাপতি মো শাহ্ আজিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহ সভাপতি লুৎফর রহমান লাবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস, জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ সভাপতি জাহিদ হোসেন সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর নেতৃবৃন্দ। এসময়  বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক মোঃ মহসিন মৃধা বার্তা ১০কে বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর যৌক্তিক দাবির সাথে আমরা একাত্ম প্রকাশ করছি ও মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন এই বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি করতে সহায়ক হোন।

সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। সরকারের বাজেটকে আমরা স্বাগত জানাই, কিন্তু কষ্টের ব্যাপার হলো এই বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ খুবই কম।বাজেটের অন্তত এক পার্সেন্ট সাংস্কৃতিক খাতে বরাদ্দ দেওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন আমাদের যৌক্তিক দাবি পূরণ করা হোক।