মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে পল্লী চিকিৎসকদের কে নিয়ে এক দিনের প্রশিক্ষণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷

আজ ২৫/৯/২০২৩ সোমবার বিকেল ২ ঘটিকায় উপজেলার বান্দাইখাড়া বাজারে চিকিৎসা ব্যাবস্হার নতুনতর দিকসমূহের আলোকে এসকেএফ ফার্মা লিঃ গ্রামীন পল্লী চিকিৎসকদের কে নিয়ে একদিনের সাধারণ রোগব্যাধি ও তার ব্যাবস্হাপনা বিষয়ে এক কর্মশালার ভিক্তিক পল্লী চিকিৎসকদের কে নিয়ে একদিনের সম্মেলনের ব্যাবস্হা গ্রহণ করিয়াছেন৷

আয়োজনে এসকেএফ ফার্মা লিঃ নওগাঁ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন Dr Md Murad Hossain, Sr. Manager, Medical Affiars Department, SK+ F Pharmaceutical. Ltd.
রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, এরিয়া, মেডিক্যাল অফিসার নওগাঁ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শেখ মোঃ রবিউল ইসলাম রিজিওন্যাল ম্যানাজার, মোঃ মইনুল ইসলাম এরিয়া ম্যানাজার, মোঃ এনামুল হক সিনিয়র ময়াডিক্যাল সার্ভিসেস অফিসার।
প্রশিক্ষণ শেষে পল্লী চিকিৎসকদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন sk+f এরিয়া ম্যামাজার।

অনুস্থান শেষে ডাক্তার সমিতির সভাপতি ও প্রশিক্ষণের সভাপতি সকল পল্লী চিকিৎসকদের কে ধন্যবাদ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন৷