এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

আবহমান কাল ধরে ফুলের সাথে পরিচিত মানুষ। ভালোবাসা বিনিময়ে প্রিয়জনকে ফুল দেওয়া- নেওয়া রেওয়াজ আছে বাঙ্গালীর। আর সেই ফুল বিক্রি করেই সংসার চলে এক শ্রেনীর ফুল ব্যবসায়ীদের।

কেউবা বিশেষ দিনে শখকরে ফুল বিক্রিতে মেতে উঠেন। তবে এখন ভরা মৌসুমেও ব্যস্ততা নেই বললেই চলে তাদের।
এক-তো শীতকাল অন্যদিকে ইংরেজি নতুন বছর২০২৪ এর প্রথম দিন সোমবার (০১জানুয়ারি) সবমিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা দেশে। এমন অনুকূল মৌসুমেও আশানুরূপ ব্যবসা নেই ফুলে, তবুও ব্যবসা হবে বলে আশায় আশায় দিন কাটছে এই পেশাজীবীদের।
আগে যেখানে শুক্রবার কিংবা বিশেষ দিন ছাড়াও ৩ থেকে ৫ হাজার টাকা ব্যবসা হত, এখন সেখানে উৎসবের দিনগুলোতেও ৫ হাজার টাকার ব্যবসা হয়না তাদের।
ব্যবসা মন্দা হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে জানান পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বিসিক মার্কেটে, বন্দরটিলা, পতেঙ্গা সমুদ্র সৈকত সিবিচ কাঠঘর সহ বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের তথ্যের ভিত্তিতে জানা যায় প্লাষ্টিকের ফুল আসায় তাজা ফুলের কদর কমেছে বলেও অভিমত ব্যক্ত করেছেন, এই সব ব্যবসায়ীরা।
আগে যে কোন বিশেষ দিনে এবং বিভিন্ন অনুষ্ঠানে ফুল দিয়ে বরের গাড়ি সাজানো, মালা বদলের ফুলেল মালা, শুভেচ্ছা বিনিময়ের ফুলের বুকেট এবং তোরা বিক্রি করতেন তারা, এছাড়াও খুচরা ও পাইকারী দরে ফুল বিক্রি করে সংসার চালাতে পারতো।
তবে এখন আর আগের মত ক্রেতারা ফুল কিনতে চায়না বলে জানান এ-সব ব্যবসায়ীরা।
অন্যদিকে একেবারে প্রয়োজন ছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ার কারনে ফুল কেনা কম হয় বলে জানান ক্রেতারা।
নিজের সাধ্যের মধ্যে প্লাস্টিকের ফুল কিনে বিভিন্ন কাজে ব্যবহার করছেন বলে জানান তারা।