ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৮ই মার্চ ২০২৪ইং) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুর থানায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ৫ই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিএনপি নেতা-কর্মীরা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আলী আহমেদ তাঁদের কে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এরা হলেন এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মনজু শিকদার, যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম জাহিদ, সদস্যসচিব ছাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক বছির উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা। এ ছাড়া সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিঠু মীর, খুকনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ছরো, থানা শ্রমিক দলের সভাপতি ছানোয়ার হোসেন শেখ, বিএনপির কর্মী মোস্তাফিজুর রহমানবাবু,শহিদ, নুর ইসলাম, আইয়ুব আলী ও এমদাদুল হক।
গত ২৮ অক্টোবর ২০২৩ইং রাতের কোনো একসময়ে ঘটনাটি ঘটে বলে জানা যায়।