রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে বেলগাছি বাজাওে ২৮ এপ্রিল রোববার অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালনা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর বেলগাছি বাজার এলাকায় দুপুর পৌনে ২টায় অভিযান শুরু করা হয়। তি ঘণ্টা অভিযান চলে। প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় মেসার্স অনিক মেডিকেল হলকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মানিক স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে