রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু কায়সার খান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমবেত কণ্ঠে ‘হে নূতন দেখা দিক আরবার…’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। এরপর কবিতা আবৃত্তি, একক ও সমবেত কণ্ঠে গান ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। আবৃত্তি প্রযোজনা ‘জুতা আবিস্কার’ উপভোগ করেন দর্শকেরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংস্কৃতিজনেরা উপস্থিত ছিলেন।