মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে মশা নিধনের ঔষধ খেয়ে অনিরুদ্ধ (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত শিশু অনিরুদ্ধ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ভোজনের ছেলে। তার বয়স ১৮ মাস।
বানীবহ ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে অনিরুদ্ধকে তার মা খাবার খাওয়াচ্ছিল। এসময় ঘুরে ঘুরে খাবার খেতে খেতে অনিরুদ্ধ পাশের বাড়িতে চলে যায়। সেখানে তার মাও সাথে যায়। খাওয়ানো শেষ করে অনিরুদ্ধ’র মা হাত ধুতে গেলে অনিরুদ্ধ ওই বাড়ির ঘরের তাকে রাখা মশা নিধনের ঔষধ খেয়ে ফেলে। বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে শিশুটি মারা যায়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শিশুটি ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ময়নাতদন্ত শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।