মো.নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী:

রাজবাড়ীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ ও হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট)  বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা জাসদের সমাজসেবা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহন,  বাংলাদেশ ছাত্রলীগ  বিসিএল (জাসদ) জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বজন কুমার দাস। এসময় বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকেই সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এটা খুবই দুঃখজনক। আমরা এই বাংলাদেশ চাইনি। এই হামলাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া সমাবেশের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।