গত ৩০/০৫/২০২২ তারিখে রেলওয়ের এক প্রজ্ঞাপণ জারিতে বলা হয় আগামী ৩০/০৬/২০২২ তারিখের পর রেলওয়েতে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল চালানো হবে। এখন যারা রেলওয়েতে কাজ করছেন তাদের ভবিষ্যৎ কি হবে।

রাজবাড়ীতে রেলওয়ে’তে আউটসোসিং ও ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে রেলওয়ে ষ্টেশনে রেলওয়ের সাব-ডিবিশনের সকল অস্থায়ী কর্মচারী বৃন্দরা এ কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক জোটের রাজবাড়ী জেলা শাখার সভাপতি পরিমল কুমার  অধিকারী, সহ-সভাপতি আব্দুল বাতেন, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন,অস্থায়ী কর্মচারী কমিটির সভাপতি গেট কিপার মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পোটার সনাতন কুমার, অস্থায়ী কর্মচারী মো. মাসুম খান, মো. রাজিব, অনুপ শিকদার, রাবেয়া বেগম, মো. সজিব চৌধুরী সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী পদে দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিল করতে হবে। সকল অস্থায়ী কর্মচারী স্থায়ী করণ করতে হবে। আউট সোসিং নামে কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে।