আজ বুধবার রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে নদী পথে গোদার বাজার পদ্মা নদী ভাঙ্গন পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি, এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি, সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ ও সদস্য -পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সালমা চৌধুরী রুমা এম পি, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ । এ সময় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্পীড বোডে দৌলতদিয়া হতে কালুখালি পর্যন্ত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং নদী ভাঙ্গন রোধে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।এসময় প্রতিমন্ত্রী বলেন রাজবাড়ী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ না করলে এখানে নদী ভাঙ্গন রোধে যত টাকার কাজ হবে তা টিকবে না।নদী ভাঙ্গন রোধে বালুর অবৈধ উত্তোলন বন্ধ করে আমাদের সচেতন থাকতে হবে। আরো বলেন রাজবাড়ী নদী ভাঙ্গন রোধে আমরা ১৬৯৯ কোটি টাকার কাজ অনুমোদনের অপেক্ষায়। এটা পাশ হলে আগামী শুকনো মৌসুমে কাজ শুরু করতে পারবো।তিনি পরিদর্শন কালে নদীর পারে বালির চাতাল বন্ধের নির্দেশ দেন।