রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স  কে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমতাকরণ করার প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২মে শুক্রবার বেলা সাড়ে বারোটায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা ।
গত ২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে ৩/৪ পিসিটি বা ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সকে, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমান মান প্রদান করা হয়।
বক্তারা দাবী করেন পেশেন্ট কেয়ার ও নার্সিংয়ের মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই কোর্সটি কখনোই ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি সমান হতে পারে না। তাই এই অযৌক্তিক প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সমাবেশ কারীরা।
এ সময় সমাবেশটিতে বক্তব্য প্রদান করেন, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউ  ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা ও ইন্টার্ন  নার্স রাকিব খান। বক্তব্য প্রদান করেন, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন  এর সহ-সভাপতি সুতপা কুন্ড। বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট ওয়েলফেয়ার  এসোসিয়েশন এর সভাপতি নুরজাহান খাতুন। আরো বক্তব্য প্রদান করেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সহসভাপতি প্রেমা খাতুন।
সমাবেশটি আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের উপদেষ্টা রাহিম মোল্লার সঞ্চালনায় পরিচালিত হয়। ” নার্স কেন রাস্তায়, জবাব চাই, জবাব চাই”, “কারিগরি হাটাও নার্সিং বাঁচাও”,” নেতৃী মোদের  শেখ হাসিনা, কারিগরি মানি না”, “নার্সমাতা চুপ কেন, জবাব চাই, জবাব চাই। সমাবেশটিতে এ ধরনের স্লোগান দেওয়া হয়।