আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪০ দিনের কর্মসূচির আওতায় রাস্তা ভরাট ও পূনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহারিয়া খাঁন বিপ্লব।

১৬ মে মঙ্গলবার সকালে উপজেলার তরফবাজিত গ্রামের আঃ সালামের বাড়ি হতে শুনিল মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা ভরাট ও পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা চেয়ারম্যান একই ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামের পাকার মাথা হতে রঞ্জিৎ কুমার অধিকারীর বাড়ি পর্যন্ত রাস্তাটি ভরাট ও পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।

এসময় উপস্থিত থেকে জনগণের নির্বিঘ্ন যাতায়াত ব্যাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নিজ হাতে মাটি কেটে কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার জামালপুর ইউপি সদস্য সুপথ কুমার সরকার, সংরক্ষিত মহিলা সদস্যা শাপলা আক্তার প্রমূখ।
এছাড়াও এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ভোটের আশায় নয়,নিজের দায়িত্ববোধ থেকেই সবসময় জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।
জনগণের কষ্ট মানে আমার কষ্ট, এজন্য জনগণের কল্যাণে কাজ করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও এ কাজের ধারা অব্যাহত থাকবে।