আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ঝড়ের তান্ডবে ঘরবাড়ি, গাছপালা ও রবি শষ্যের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঝড়ের কবলে পরে ক্ষতিগ্রস্থ হয়েছেন উপজেলার দামোদরপুর ইউনিয়নের
পশ্চিম দামোদর পুর মাস্টার পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ মশিউর রহমান ও মোশাররফ হোসেন।
গত ১৫ জুনের ঝড়ে তাদের প্রায় সারে ৪বিঘা জমির কলা বাগান ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কলা চাষি ঐ দু’ভাই।

অনেক স্বপ্ন নিয়ে খেয়ে-না খেয়ে সারে ৪বিঘা জমিতে কলা চাষ করেন তারা।

ইতিমধ্যেই কিছু গাছে কলাও ধরেছে। আর কিছু অল্প দিনের মাঝেই কলা আসতো। এর মাঝেই গত ১৫ জুন বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় তুমুল ঝড়-তুফান।
এসময় প্রবল বাতাসে এই বাগানের সমস্ত কলাগাছ ভেঙে মাটিতে নুয়ে পরে।

কলা চাষি মোশারফ হোসেন জানান, দির্ঘ কয়েক বছর ধরে কলা চাষ করে আসছেন এই পরিবারটি। এই কলা থেকে উপার্জিত অর্থ দিয়েই সংসার চলতো। এবার সব ধ্বংস হয়ে গেছে।

কলা চাষি মশিউর রহমান বলেন, অনেক স্বপ্ন নিয়ে এই কলার বাগান সাজিয়েছিলাম। মুহুর্তেই সব স্বপ্ন মাটির সাথে মিশে গেছে। এখন জমির ভেঙ্গে পরা গাছ গুলো সড়িয়ে পরিস্কার করারও সামর্থ্য নেই।

এই কলা বাগান ধ্বংস হওয়ায় তার প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এসময় সরকারী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ঐ চাষী।

উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুল ইসলাম বিধ্বস্ত বাগান পরিদর্শন কালে জানান, সাড়ে ৪বিঘা কলা বাগানের দু-একটি ছাড়া সব গাছ ভেঙ্গে গেছে। এই চাষির বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা খুবই মর্মাহত। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করানো হবে।