মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৮ জুন) সকালে বগুড়া পৌরসভা প্রাঙ্গণে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম,বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা,বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শামির হোসেন মিশু প্রমুখ।বগুড়ার সিভিল সার্জন ডা:শফিউল আজম বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।পাশাপাশি তাদের স্বাস্থ্য বার্তা দেয়া হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, বগুড়ার ১২ টি উপজেলা, পৌরসভাসহ সকল টিকাদান কেন্দ্রে ও ভ্রাম্যমান কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।