রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ প্রতিপাদ্য ধারণ করে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য  র‌্যালী অনুষ্ঠিত হয়েছে ।
২৩ জুলাই রবিবার  সকাল ১০ টায় জেলা প্রশাসনের অয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি রাজাবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান । সভায় স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা । এসময় বক্তব্য দেন স্থানীয় সরকার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ ইফতেখারুজ্জামান , জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত উপপরিচালক আবু মাসুদ সিদ্দিকী, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান , জেলা আনাসার বিডিপির কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস।