রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ৭০০ পরিবারের আবাস ভূমি উচ্ছেদ করে  অব্যবহৃত লোকশেড সহ পর্যাপ্ত জায়গা বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
৭ আগষ্ট (সোমবার) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী পৌরসভার নুরপুর ও দাদশী ইউনিয়নের ছোট নুরপুর এলাকাবাসী ।
এসময় বক্তব্য দেন রাজবাড়ী পৌরসভার  পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা আলম ডেইজি, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, দাদশী ইউনিয়নের ২নং ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর এ এস এম শাহজাহান, সমাজ সেবক গোলাম মওলা প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, আমরা আমাদের পৈতৃক ভিটা ছেড়ে কোথাও যাবো না । এখানে আমাদের  অনেকের পরিবারের সদস্যের কবর রয়েছে । আমরা তাদের শেষ স্মৃতিটুকু হারাতে চাইনা ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । মিছিল শেষে পাঁচ জন প্রতিনিধি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ।