মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৫ বছর পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক (ছাতা) ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (রাজ) (উড়োজাহাজ) পদে নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাত ৯ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি এ ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, প্রিজাইডিং অফিসার ও
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মশিউর রহমান মণ্ডল, নির্বাচনকালীন এডহক কমিটির আহ্বায়ক রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো.এনামুল হক, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার মো.আজগার আলী, নির্বাচন কমিশনার চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাগণ। এর আগে দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা সদর বণিক সমিতির কার্যালয় কেন্দ্রে ৬৮৬ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক (ছাতা) প্রতীকে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (উড়োজাহাজ) প্রতীকে ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া সহ-সভাপতি পদে মিজানুর রহমান বুলবুল (টেলিফোন) নাজমুল হুদা নাজু (আম) ও শফিকুল ইসলাম বুলু মণ্ডল (মাছ) সহ-সাধারণ সম্পাদক পদে শফিউল আলম অপু (টিউবওয়েল) ও শ্রীবাস চন্দ্র (কলস) সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাৎ হোসেন লাল (মোবাইল) ও চাঁন্দ মিয়া (ফ্যান) দপ্তর সম্পাদক পদে এরশাদুল হক (গোলাপ ফুল) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাকির হোসেন (ব্যাট) এবং প্রচার সম্পাদক পদে আব্দুর রফিক মণ্ডল (মাইক) প্রতীকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হোসেন,
আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদ পদে আসাদুজ্জামান, কার্যকরী সদস্য পদে আলকাছ আলী, শহিদুল ইসলাম নয়ন, মাইদুল ইসলাম, রানা মিয়া, আশরাফুল হক ও শরিফুল হক। প্রধান নির্বাচন কমিশন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও প্রেসক্লাব রাজারহাট নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছে।