রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শ্বাশুরীকে গলাকেটে হত্যার দায়ে পুত্রবধু রোজিনা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
দন্ডপ্রাপ্ত আসামী রোজিনা বেগম বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের বারেক শেখের স্ত্রী। বুধবার বেলা সাড়ে বারোটার সময় রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মাৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামী রোজিনা বেগম আদালতে হাজির ছিলেন।
মামলা ও আদালত সুত্রে জানাযায়, পারিবারিক কলহের জেরে গত ২০১৮ সালের ২৪  নভেম্বর ভোর রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের নীজ শোবার ঘর থেকে রোজিনা বেগমের শ্বাশুরী বৃদ্ধা নুরজাহান বেগমের গলা কাটা  মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বারেক শেখ বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, চাঞ্চল্যকর এই মামলা তদন্ত শেষে পুলিশ আসামী গ্রেপ্তার করে। আদালত দীর্ঘ শুনানী শেষে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে।