রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ, রেশনিং ব্যবস্থা চালু করা, বিনা সঞ্চয়ে ষাট বছর বয়সী মজুরদের পেনশন ব্যবস্থা চালু করাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তরে  এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী জেলা কমিটি ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল । এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক  শেখ রাজীব, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহম্মেদ রিপন।
এসময় ক্ষেতমজুর সমিতির নেতারা  বলেন দেশের প্রায় ছয় কোটি মানুষ ক্ষেতমজুরসহ গ্রামীন বিভিন্ন পেশার সঙ্গে জরিত । দেশের সার্বিক উন্নয়নে এদেশের মজুরদের ভূমিকা অপরসীম । কিন্তু সেই ক্ষেতমজুর আজ শোষিত, নিপিড়িত, নির্যাতনের শিকার হচ্ছে । বাজারে  জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু খেটে খাওয়া মানুষের আয় বাড়ে নাই । দেশের এক শ্রেণীর মানুষ লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে । আর এক শ্রেণীর মানুষ না খেয়ে জীবন যাপন করছে । এই লুটপাটের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে । সমাবেশে ফিলিস্তিন এর  নিরস্ত্র , নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা । সমাবেশ থেকে অবাধ লুটপাট বন্ধসহ ক্ষেতমজুরদের বিনা সঞ্চয়ে পেনশনের আওতায় আনার দাবি জানান তারা ।