রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে ১৯ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সহযোগিতা শব্দদূষণরোধে সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প’র আওতায় এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফকীর মোহাম্মদ নূরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার। এতে বক্তব্য দেন রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইখতেখারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ। প্রতিষ্ঠানটির মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
বক্তারা শব্দ দূষনের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, শব্দ দূষণ আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করে। তবে এতে শিশু ও অসুস্থ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্থ হয়। আমাদের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কোন ভাবেই উচ্চ শব্দে মাইক বাজানো যাবে না। এছাড়া মাইক দিয়ে যে কোনো প্রচার কাজে সরকারি বিধিবিধান মেনে চলতে হবে।