এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

রোববার (২৯ অক্টোবর) বিএনপি- জামায়াতের সারা দেশব্যাপী ডাকা সকাল সন্ধ্যা হরতালে চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গণপরিবহনে কর্মজীবী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

সকালে নচট্টগ্রাম নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজ, টাইগার পাস, ফ্রিপোর্ট,কাঠ ঘর, পতেঙ্গা সহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে।
অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম, নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।

সিএনজি অটোরিকশা চালক গনেরা বলেন, হরতাল হলেও আমাদের তো বের হতে হবে। গাড়ি চালিয়েই পরিবার চলে, তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি।

নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করার মতো,তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে দায়িত্ব পালন করছেন।

কিছু সংখ্যক বাসের হেলপার বলেন, নতুন ব্রিজ থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে, তবে যাত্রী কম। যাত্রীদের মধ্যে বেশিরভাগ চাকরিজীবী।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নিউমার্কেট থেকে হাটহাজারীর গাড়িগুলো চলছে, অভ্যন্তরীণ রুটের গাড়িও চলছে, তবে কম,এছাড়া দূরপাল্লার বাস এখনো চলছে না, কারণ অনেকদিন পর প্রথম হরতালের ডাক, তাই মানুষের মধ্যে ভীতি কাজ করছে।