রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর ( সোমবার) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। এতে আরও বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, এনজিও কর্মী লুৎফর রহমান লাবু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুন। সভা পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার কামরুল হাসান মারুফ।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, আমরা সবাই ভোক্তা। আমাদের সবাইকে কোন না কোন পণ্য কিনতে হয়। পণ্য কেনার আগে পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ও ব্যবহারের শেষ তারিখ আছে কি না দেখতে হবে। এবিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করে গড়ে তুলতে হবে।